ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের স্কুল শিক্ষিকা কবিতা রানী নাগের (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আকাশ নাগের স্ত্রী এবং স্থানীয় সরকারি প্রাথঃ স্কুলের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। রায়গঞ্জ থানার ওসি কে. এম. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ওই শিক্ষিকার পরিবারের বরাদ দিয়ে জানান, শনিবার গভীর রাতে শিক্ষিকা নাগ গলায় শাড়ি পেঁচিয়ে ঘরের জানালার গ্রিলের সাথে আতœহত্যা করে।

রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা না আতœহত্যা সে বিষয়ে এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।

লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত