পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলার মুশকাফ এলাকায় ‘জাফর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সশস্ত্র জঙ্গীরা। এ ঘটনায় ট্রেনে হামলা চালিয়ে ২০ পাকিস্তানি সেনা হত্যার দাবি করেছেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি। খবর রয়টার্সের।
সর্বশেষ বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধার করতে যাওয়া অন্তত ২০ সেনা নিহত হয়েছে। তাদের প্রতিরোধের মুখে স্থল সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। তবে আকাশ থেকে ড্রোন ও হেলিকপ্টার থেকে হামলা অব্যাহত আছে।
এক বিবৃতিতে তারা বলেছে, ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে তাদের যোদ্ধারা বেশ কয়েকজন সেনা সদস্যসহ অন্তত ১৮২ জন যাত্রীকে জিম্মি করেছে। একইসঙ্গে হুমকি দিয়েছে, নিরাপত্তা বাহিনী যদি এলাকাটি না ছাড়ে, তাহলে তাদের সবাইকে হত্যা করা হবে।
রয়টার্স জানায়, ট্রেনটিতে প্রায় ৪০০ জন যাত্রী ছিল এবং এটি একটি সুড়ঙ্গের মধ্যে আটকে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ এবং রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে, ট্রেনের চালক গুরুতর আহত হয়েছেন। তবে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) জিম্মিদের দাবি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সুড়ঙ্গের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং তারা পাহাড়ি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি চালাচ্ছে।
বিএলএ দাবি করেছে যে, তারা ২০ জন সৈন্য হত্যা করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। যদিও পাকিস্তানি কর্তৃপক্ষ এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।
আবা/এসআর/২৫