ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি নতুন হামলাকে ‌‘কেবল শুরু’ বললেন নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি নতুন হামলাকে ‌‘কেবল শুরু’ বললেন নেতানিয়াহু

গাজায় আবারও ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। দখলদার বাহিনীর বর্বর হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় নতুন এ হামলাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘শুরু মাত্র’ হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোররাতে ইসরায়েলি সেনারা গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করে, যা রমজান মাসে সাহরি চলাকালে ঘটে। একদিনের মধ্যেই কমপক্ষে ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং ৫৬২ জনেরও বেশি আহত হয়েছেন। হামলায় গাজায় বহু ভবন ধসে পড়েছে, এবং অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের ওপর ‘ক্রমবর্ধমান শক্তি’ ব্যবহার করবে এবং ভবিষ্যতের যুদ্ধবিরতি আলোচনা ‘শুধু আক্রমণের মুখে’ অনুষ্ঠিত হবে।

এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গত ২৪ ঘন্টায় হামাস আমাদের বাহিনীর সক্ষমতা বুঝতে পেরেছে এবং আমি আপনাদের এবং তাদের আশ্বস্ত করতে চাই এটা কেবল শুরু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, তারা যুদ্ধবিরতির মেয়াদ কয়েক সপ্তাহ বাড়িয়েছিল, কিন্তু এর বিনিময়ে তারা কোন জিম্মি মুক্তি পাননি। তিনি আরও জানান, ইসরায়েল দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছিল এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছিল। তবে, হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে, উইটকফ উভয় পক্ষের কাছে একটি আপডেটেড প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে ৫০ দিনের যুদ্ধবিরতির জন্য বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল। হামাস সেই প্রস্তাব গ্রহণ করেছিল, এবং দ্বিতীয় ধাপে আলোচনা শুরুর জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু নেতানিয়াহু দাবি করেন, হামাস যদি তাদের বন্দি মুক্তি না দেয়, তাহলে তারা যুদ্ধ শুরু করবে এবং সেটি তারা করেছে।

আবা/এসআর/২৫

গাজা,হামলা,নেতানিয়াহু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত