ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিন্দা জানান তিনি।

জামায়াত আমির লেখেন, ‘সকল রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধ বিরতির মধ্যেও গণহত্যা এই পবিত্র রমজান মাসেও চালিয়ে যাচ্ছে ইসরাইল। নিন্দা ও ধিক্কার!’

তিনি লেখেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদেরকে পরাজিত করুন।আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেও গত সোমবার রাত থেকে নতুন গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ৪০৪ জন নিহত হয়েছেন, যার বেশির ভাগই নারী ও শিশু।

গাজা,ইসরায়েল,জামায়াত আমির,নিন্দা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত