ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কাশ্মির সীমান্তে ফের গোলাগুলি, বাড়ছে উত্তেজনা

কাশ্মির সীমান্তে ফের গোলাগুলি, বাড়ছে উত্তেজনা

টানা উত্তেজনার মধ্যে কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ নিয়ে টানা পাঁচ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এর জবাবে ভারত ‘সংযত ও কার্যকর’ প্রতিক্রিয়া দিয়েছে বলে জানিয়েছে।

সূত্র জানায়, এই গোলাগুলির ঘটনা ঘটে কাশ্মিরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আখনূর সেক্টরের কাছে।

পাকিস্তানি সেনারা গত বৃহস্পতিবার রাত থেকে এলওসি-র বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার গুলিবর্ষণ করেছে বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা।

আবা/এসআর/২৫

কাশ্মির,গোলাগুলি,উত্তেজনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত