টানা কয়েকদিনের হামলা-পাল্টা হামলার পর ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ভবিষ্যতে পাকিস্তানের যেকোনো হামলার ব্যাপারে সশস্ত্র বাহিনীকে জোরালো প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (১১ মে) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন, ওখান (পাকিস্তান) থেকে গুলি চললে এখান (ভারত) থেকে গোলা চলবে।
ভারতের বিমানঘাঁটিতে পাকিস্তানের হামলার পরিপ্রেক্ষিতে মোদির এ নির্দেশনাকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে ভারতীয় সূত্রগুলো।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে টানা সংঘাতের পর গত শনিবার (১০ মে) দুদেশকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। ওইদিন সন্ধ্যায় প্রথম এ যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরই এ বিষয়ে বক্তব্য দেয় ভারত ও পাকিস্তান।
এদিকে ভারতের সরকারি সূত্র বলছে ‘অপারেশন সিন্দুর’ এখনো শেষ হয়নি। এছাড়া কাশ্মির ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ইস্যুতে কোনও মধ্যস্থতা ভারত মেনে নেবে না। এই বিষয়ে একমাত্র আলোচনা হতে পারে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরি এলাকা ফেরত দেওয়া নিয়ে।
তবে পাকিস্তান যে তা কোনোভাবেই মেনে নিবে না তা সহজেই অনুমেয়।