ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরবকে নিয়ে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হামাস

সৌদি আরবকে নিয়ে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হামাস

সৌদি আরবকে নিয়ে ইসরায়েলি মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছেন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের মন্তব্য “উদ্ধত ও নিন্দনীয়” এবং এটি “আরব ও মুসলমানদের প্রতি দীর্ঘদিনের বর্ণবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”

রিশক শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, “স্মোটরিচের এই উদ্ধত ও নিন্দনীয় বক্তব্য কোনো মুখ ফসকানো কথা নয়। এই বর্ণবাদী মনোভাবই জায়নবাদী আন্দোলনের শুরু থেকেই আরব ও মুসলমানদের প্রতি আচরণের ভিত্তি।”

এর আগে স্মোটরিচ এক সম্মেলনে বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে ‘ফিলিস্তিনি রাষ্ট্রের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিকীকরণ’, তাহলে — বন্ধুরা, ধন্যবাদ, প্রয়োজন নেই।”

তিনি আরও যোগ করেন, “সৌদি আরব মরুভূমিতে উট চড়ানোই চালিয়ে যাক, আর আমরা আমাদের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন এগিয়ে নেব।”

পরবর্তীতে তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

সূত্র: আল জাজিরা

সৌদি আরব,ইসরায়েলি মন্ত্রী,মন্তব্য,ক্ষুব্ধ,হামাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত