অনলাইন সংস্করণ
১১:১৬, ০৫ জানুয়ারি, ২০২৬
নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ জানুয়ারি) স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম আনাদোলু।
শনিবার রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে সশস্ত্র একটি গ্যাং অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে, বহু মানুষকে অপহরণ করে এবং বাজার থেকে খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়।
হামলায় নিহতদের জন্য গণদাফনের আয়োজন করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “অপরাধীরা আমাদের জাতির দৃঢ়তা পরীক্ষা করছে। তাদের অবশ্যই তাদের অপরাধের পূর্ণ শাস্তি ভোগ করতে হবে।”
একই সঙ্গে হামলার সময় অপহৃত সবাইকে দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাইজার রাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে বনঘেরা প্রত্যন্ত এলাকাগুলোতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে এসব হামলা বেড়েছে।
এর আগে, গত বছরের ২১ নভেম্বর নাইজার রাজ্যের আগওয়ারা স্থানীয় সরকার এলাকার পাপিরি অঞ্চলের সেন্ট মেরিজ প্রাইভেট ক্যাথলিক প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল থেকে ৩১৫ জনকে অপহরণ করে বন্দুকধারীরা। অপহৃতদের মধ্যে ৩০৩ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক ছিলেন।
প্রথম দিনেই প্রায় ৫০ জন শিক্ষার্থী পালিয়ে পরিবারের কাছে ফিরে যায়। পরে ফেডারেল সরকার আরও ১০০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।