ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ত্বকে আসবে বসন্ত

ত্বকে আসবে বসন্ত

শীতে যাদের ত্বক হয়ে যায় মূহ্যমান, তাদের জন্য বসন্তকালই ত্বকে নবজাগরণ ঘটানোর সেরা সময়।

শীত পেরিয়ে বসন্ত এসে গেছে। শীতের ক্লান্তি পেরিয়ে প্রকৃতি যেমন নতুন সাজে সেজে ওঠে বসন্তে, তেমনই ত্বকের ক্ষেত্রেও বসন্ত হয়ে উঠতে পারে রূপটানকে নতুন করে সাজিয়ে তোলার আদর্শ সময়। রইল এমন কিছু টোটকা, যা বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে নবজাগরণ ঘটাতে পারে আপনার ত্বকে।

যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন, তারা এক্সফোলিয়েটর ব্যবহার করতে পারেন না, কারণ এটি ত্বক মারাত্মকভাবে শুষ্ক করে দিতে পারে। কিন্তু আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও বৃদ্ধি পায়। আর আর্দ্রতা বাড়লে ত্বক অ্যাসিড এবং সক্রিয় উপাদানের শক্তিশালী ফর্মুলেশনগুলো সহ্য করতে সক্ষম হয়। শীতকালে জমে থাকা নিস্তেজ ত্বককে এক্সফোলিয়েট এবং উজ্জ্বল করার জন্য বসন্তই প্রধান সময়।

শীতকালে অনেকেই ভারি ক্রিম ব্যবহার করেন। কিন্তু উষ্ণতা ও আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ত্বকে ঘামের পরিমাণও বৃদ্ধি পায়। তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ত্বককে আর্দ্র রাখার জন্য এ ধরনের ভারি দ্রব্যের প্রয়োজন নাও হতে পারে। তা ছাড়া এ পণ্যগুলো আঠালো ও তেলতেলে। হিউমেক্ট্যান্ট এবং ইমোলিয়েন্টসহ হালকা ওজনের ময়েশ্চারাইজারগুলো এ সময়ে কাজে আসতে পারে।

উষ্ণতা ও রোদের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পিগমেন্টেশন রোধ করা খুবই জরুরি। বসন্তের ত্বকের যতেœ অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত প্রসাধনীর ব্যবহার শুরু করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো বসন্ত এবং গ্রীষ্মের মাসগুলোতে সূর্যের ক্ষতি এড়াতে বিশেষভাবে সহায়ক।

ত্বক,বসন্ত,রূপচর্চা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত