ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশি

দেশে ফিরছেন লিবিয়ায় আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের।

বুধবার (১২ মার্চ) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ত্রিপোলির বাংলা‌দেশ দূতাবাস জানায়, ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১২ মার্চ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন।

এ ছাড়া, তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ইউ‌জেড-২২২ ফ্লাইটযোগে ১৩ মার্চ আনুমানিক ভোর ৩টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আবা/এসআর/২৫

লিবিয়া,আটক,বাংলাদেশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত