ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: ড. ইউনূস

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবা নিয়ে কোনো কাঠামো লাগে না, স্বাস্থসেবা নিয়ে কোনো রাজনীতি নেই।

সোমবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয়ে সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানেএসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেক জিনিস সমাধান হয়ে যায়। অনেক প্রশ্ন সমাধান হয়। আশা করি দেখা সাক্ষাতের কারণে অনেক সুফল পাবো।

ড. ইউনূস বলেন, আমরা স্বাস্থ্য নিয়ে একে অপরকে দোষ দেই। দোষ দিলে সমাধান হবে না। আমাদের মধ্যে ঘাটতি আছে। সেটা নিয়ে নিজেদের কাছে জিজ্ঞেস করতে হবে।

স্বাস্থ্য খাতের ঘাটতির মধ্যেও ভালো করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, অন্তবর্তী সরকার নিজেদের সীমারেখার মধ্যে কাজ করছে।

এছাড়া স্বাস্থ্য সেবায় কোনো কাঠামো লাগে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো এই সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে শুনতে চান নীতিনির্ধারকেরা।

প্রধান উপদেষ্টা দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।

স্বাস্থ্যসেবা,রাজনীতি,ড. ইউনূস,প্রধান উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত