ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ভর্তি ৩১৯

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ভর্তি ৩১৯

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা শহর ও অন্যান্য বিভাগগুলো থেকে প্রতিদিন নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহসহ অন্যান্য এলাকাতেও নতুন রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ১৮ হাজার ৩৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৯ জনের।

পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও বর্ষা মৌসুমে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিল ৫৭৫ জন। আর ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১ হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, মশারি ব্যবহার এবং শরীরে জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালে ৩১৯,ডেঙ্গু,৪ জন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত