ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১২ দেশ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১২ দেশ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদি সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে ১২টি পশ্চিমা দেশ। ২০১৭ সালে রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশের আট বছর পূর্তিতে দেশগুলো এ ঘোষণা দেয়।

যৌথ বিবৃতিদানকারী দেশগুলো হলো— যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।

ঢাকায় অবস্থানরত এসব দেশের দূতাবাস রবিবার (২৪ আগস্ট) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে যৌথ বিবৃতি প্রকাশ করে।

এতে বলা হয়, আট বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে এবং এখনো নতুন করে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গারা কঠিন বাস্তবতার মধ্যেও সহনশীলতা দেখিয়ে যাচ্ছে। রাখাইনে ক্রমাবনতিশীল মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও তাদের ধৈর্যের প্রশংসা করেছে পশ্চিমা দেশগুলো। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলা হয়, বাস্তুচ্যুত জনগোষ্ঠী তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায়। কিন্তু মিয়ানমারে এখনো এমন পরিবেশ সৃষ্টি হয়নি, যাতে তারা নিরাপদে, মর্যাদার সঙ্গে ও স্থায়ীভাবে ফিরে যেতে পারে। এ জন্য বাস্তুচ্যুতির মূল কারণগুলোর সমাধান জরুরি এবং মিয়ানমারে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে।

তবে বিবৃতিতে স্বীকার করা হয় যে, বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য দেশগুলো জরুরি ভিত্তিতে মিয়ানমারে সহিংসতা বন্ধ এবং প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একইদিনে এক পৃথক বিবৃতিতে জানায়, ২০১৭ সাল থেকে একাধিক প্রত্যাবাসন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাখাইনে আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশের জন্য নতুন জটিলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

১২ দেশ,বাংলাদেশের পাশে,রোহিঙ্গা সংকট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত