
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিজয় দিবসের রোড শো স্থগিত করেছে দলটি। আজ রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। কর্মসূচির অংশ হিসেবে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘বিজয় মশাল রোড শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মির্জা ফখরুল জানিয়েছিলেন, ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন সংশ্লিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাইযোদ্ধা।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছে দলের একধিক সূত্র।