অনলাইন সংস্করণ
২১:৩৯, ১৫ জানুয়ারি, ২০২৬
পরবর্তী সরকার তাকে গভর্নর পদে রাখবে কি না, সে বিষয়টি তিনি বিবেচনায় নিচ্ছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, গা বাঁচানোর জন্য নয়, বরং দায়বদ্ধতা থেকেই গণভোট নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাঁচটি ব্যাংক সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
গভর্নর জানান, লোকসানের কারণে অবলুপ্ত পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২৫ অর্থবছরের জন্য কোনো মুনাফা পাবেন না। তবে আগামী দুই বছরের মধ্যে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরত পাবেন বলে আশ্বস্ত করেন তিনি।
ব্যাংকগুলোর অডিট প্রসঙ্গে ড. আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের ভুয়া অডিটে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পাঁচ ব্যাংকের ফরেনসিক অডিট শেষ হতে আরও তিন মাস সময় প্রয়োজন। এতে কারা লুটপাটের সঙ্গে জড়িত ছিল, তা আরও স্পষ্ট হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে।
এ সময় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিয়ে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গভর্নর বলেন, বোর্ডে এমন পরিবর্তন আসছে যা সবাইকে খুশি নাও করতে পারে। তবে গুণগত ও সংখ্যাগত পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।