
সব ধরনের খেলা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) বয়কট থেকে সরে দাড়ালো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা ছিল। তবে কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচি 'সব ধরনের ক্রিকেট বয়কটে’র অংশ হিসেবে আজ বিপিএলের ম্যাচও বয়কট করেছেন তারা। ফলে বিপিএলে আজকের দুটি ম্যাচই স্থগিত হয়। তবে দিন শেষে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানায় কোয়াব।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারী বিশ্বকাপ বাছাই ও চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও বিপিএলের কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কোয়াব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব বলেছে, 'বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।'
এর আগে কোয়াবের ব্যানারে ক্রিকেটাররা ঘোষণা দিয়েছিলেন- ৪৮ ঘণ্টার মধ্যে বোর্ড পরিচালক নাজমুলকে অপসারণ না করলে তারা খেলায় ফিরবেন না। বোর্ড পরে নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। তবে পরিচালকের পদ থেকে তাৎক্ষনিক তাকে অপসারণ গঠনতন্ত্র পরিপন্থী উল্লেখ করে সময় চেয়েছে বোর্ড।
আবা/এসআর/২৫