ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ম উপদেষ্টা

সংবিধানে বিসমিল্লাহ যুক্ত থাকায় আলাদা করে জুলাই সনদে উল্লেখ করা হয়নি

সংবিধানে বিসমিল্লাহ যুক্ত থাকায় আলাদা করে জুলাই সনদে উল্লেখ করা হয়নি

সংবিধানে আগে থেকেই ‘বিসমিল্লাহ’ যুক্ত থাকায় নবঘোষিত ‘জুলাই সনদে’ আলাদা করে সেটি উল্লেখ করার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে এই জুলাই সনদই সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে। যারা অপপ্রচার করছেন যে ‘হ্যাঁ’ ভোট দিলে ঈমান থাকবে না, তারা মূলত সংবিধান পড়েই দেখেননি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোটের প্রচারণায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে দেশে সর্বগ্রাসী ফ্যাসিমজম থাকবে না দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। যে দলই যতই জনপ্রিয় হোক তার নেতা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এতে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে না।

তিনি বলেন, অতীতে দেখেছি নির্বাচনের ভোটকেন্দ্রে ছাগল চষতো আর সামনের নির্বাচন হবে জনগণের ব্যাপক অংশগ্রহণমূলক।

গণভোটের প্রচারণা ও জনসচেতনতামূলক এই সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা,ড. খালিদ হোসেন,সংবিধান,বিসমিল্লাহ,জুলাই সনদে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত