মিরপুর থানায় সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) সোয়া ২টায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতে হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ৩টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে নেওয়া হয়।
এ সময় আদালতে আগে থেকে উপস্থিত হওয়া কিছু বিক্ষুব্ধ আইনজীবী মমতাজকে লক্ষ্য করে ‘ফাইট্টা যায়, ফাইট্টা যায়' স্লোগান দেন। এক পর্যায়ে তারা মমতাজের দিকে তেড়ে যান। তবে বিপুল সংখ্যক পুলিশ থাকায় কোন অঘটন ঘটেনি।
মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট দিয়ে মমতাজকে আদালতে নেওয়া হয়। আসা যাওয়ার সময় মাথা নীচু করে ছিলেন তিনি।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার নামে ঢাকা ও মানিকগঞ্জে একাধিক হত্যা মামলা রয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর ১০নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তার মা।
এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯নং এজাহারনামীয় আসামি।