নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (৬ জুলাই) এনসিপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আজকের এদিনে মাওলানা ভাসানীকে স্মরণ করছি। তিনি এখান থেকে ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। আমাদের যদি নদীর হিস্যা, পানির হিস্যা বুঝে নিতে হয়, সীমান্তকে যদি রক্ষা করতে হয়। তবে এ রাজশাহী শহর থেকে লংমার্চ করবো।
তিনি বলেন, যারা গণঅভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। ৫ আগস্ট আমাদের আন্দোলনে শুধু স্বৈরাচারের পতন ছিল না। আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ গঠন করা। আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদ জয় করবো।
নাহিদ ইসলাম আরও বলেন, আগে সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে হাসিনার বিচার ও সংস্কার দেখতে চাই। নতুন সংবিধানও দেখতে চাই।
আবা/এসআর/২৫