অনলাইন সংস্করণ
১৭:১৪, ০২ নভেম্বর, ২০২৫
নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ সময় তিনি গণভোট কখন হবে তা নিয়ে বিএনপি-জামায়াতে ইসলামীকে কুতর্ক না করারও আহ্বান জানান।
সিইসির সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন নাসির উদ্দিন পাটোয়ারী। এছাড়াও প্রতিনিধি দলে ছিলেন– এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সেক্ষেত্রে শাপলা কলি পেলে এনসিপি মেনে নেবে।