ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার অসুস্থতায় মোদীর উদ্বেগ, সহায়তার প্রস্তাব

খালেদা জিয়ার অসুস্থতায় মোদীর উদ্বেগ, সহায়তার প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে এ বিষয়ে ভারতের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) রাতে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বাংলা ভাষায় দেওয়া এক পোস্টে মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।’

মোদি আরও বলেন, ‘তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।’

আবা/এসআর/২৫

খালেদা জিয়া,অসুস্থতা,উদ্বেগ,মোদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত