অনলাইন সংস্করণ
১৯:১২, ০৫ ডিসেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া জনগণের ভোটের মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করেছেন। গণতন্ত্র শুধু রাজনীতিতে নয়, সামাজিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক; সবকিছুতে প্রতিফলন ঘটাতে বিএনপি কাজ করছে।
চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সস্পন্ন রয়েছে উল্লেখ করে তিনি জানান, চিকিৎসকদের সবুজ সঙ্কেত পেলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।