ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

হাজীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় হাজীগঞ্জ উপজেলার ১১ নং পশ্চিম ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) আসরের নামাজের পর ৪ নং ওয়ার্ড ধড্ডা আড়ং বাজার ঈদগাও ময়দানে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কুদ্দুস মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ আলম খান।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জসিম উদ্দিন কাঞ্চন ও মোহাম্মদ মোরশেদ আলম রাসেল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন লিটন, সাবেক সদস্য মো. হেলাল মিয়াজী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম মজুমদার, মো. ফারুক হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ আলম খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রুবেল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুবেল বেপারী, শ্রমিক দলের নেতা রফিক শেখ, মৎস্যদলের নেতা নবীর হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মনির হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সাজ্জাদ আলম, সাবেক সহ-সাংগঠনিক মো. পলাশ হোসেন বেপারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা।

এসময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মমিনুল হক সহ বিএনপি'র প্রার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধড্ডা আড়ং বাজার ঈদগাও জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আরিফ হোসাইন।

হাজীগঞ্জ,খালেদা জিয়া,দোয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত