ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়াকে লন্ডন নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স 

খালেদা জিয়াকে লন্ডন নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না।

সোমবার (৮ ডিসেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল। কিন্তু তারা আজ সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে। বাতিলের অনুরোধটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাবে। এর আগে রোববার বেবিচকে জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল।

কাতার সরকারের সহায়তায় নেওয়া বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনের জন্য উপযুক্ত এবং ঢাকা থেকে লন্ডন পর্যন্ত যাত্রার সক্ষমতাও রয়েছে।

বিএনপি চেয়ারপারসন,লন্ডন,খালেদা জিয়া,এয়ার অ্যাম্বুলেন্স,বিমানবন্দর,চিকিৎসা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত