অনলাইন সংস্করণ
১৩:২৫, ২৫ ডিসেম্বর, ২০২৫
দীর্ঘ যাত্রার পর ঢাকায় পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রিয় বিড়াল জেবু। এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালপ্রেমীদের মধ্যে কৌতূহল ও হাস্যরসের ঢেউ দেখা দিয়েছে।
সূত্র জানায়, লন্ডন থেকে আসা একই ফ্লাইটে বিশেষ যত্নে আনা হয়েছিল জেবুকে। আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম মেনে ভেটেরিনারি ছাড়পত্রসহ নিরাপদ ক্যারিয়ারে রাখা হয় তাকে। এছাড়া আলাদা ক্যারিয়ার, প্রিয় খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল, যাতে যাত্রাপথে কোনো অস্বস্তি না হয়।
বিমানবন্দরে অবতরণের পর জেবু শান্ত ও সুস্থ অবস্থায় দেখা গেছে। উপস্থিত কিছু বিড়ালপ্রেমী জেবুকে এক নজর দেখার চেষ্টা করেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের মতে, ঢাকায় পৌঁছানোর পর জেবুর জন্য আলাদা বিশ্রাম ও পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও, আদর ও যত্নে জেবু দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই “জেবু এসেছে” শিরোনামে নানা মিম ও পোস্ট ভাইরাল হতে শুরু করেছে।