ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ দিতে চাই: জামায়াত আমির

বেকারভাতা নয়, যুবকদের হাতে কাজ দিতে চাই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশের যুবক-যুবতিদের বেকারভাতা নয়, বরং প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চান তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকে সংখ্যা গুনে বলেন, আমি এত কোটি, এত লাখ যুবককে কর্মসংস্থান দেবো। বাকিদের কী হবে? তারা বলছেন, বাকিদের ভাতা দেবেন। আমরা চাই না আমাদের যুবকরা কারও কাছ থেকে বেকারভাতা গ্রহণ করুক। প্রত্যেকের হাতে কাজ তুলে দিতে চাই, যাতে তারা দেশের গড়নে অংশ নিতে পারে। বেকারভাতা নয়, এই যুবকেরাই এ দেশে সব ক্ষেত্রে বিপ্লব সাধন করবে।’

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষার উৎকর্ষে পৌঁছাতে পারে, উন্নত চরিত্রের অধিকারী হয়ে দক্ষ কারিগর হিসেবে সমাজগঠনে নিজ অবদান রাখতে পারে। ‘একজন যুবক-যুবতিও বেকার থাকবে না’—জামায়াত আমির এ আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব রয়েছে। ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন ও নবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।’

তিনি এও বলেন, দলের দৃষ্টিতে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং তাঁর রাজনৈতিক পরিকল্পনার দিকে জামায়াত নজর রাখবে।

জামায়াত আমির,যুবকদের হাতে কাজ,বেকারভাতা নয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত