ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

উল্লেখ্য, দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। পরদিন (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। পরে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বেগম খালেদা জিয়া,শোক,ফিফা সভাপতি,জিয়ান্নি ইনফান্তিনো,বাফুফে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত