ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

উত্তরার অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

উত্তরার অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ

আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার ঘটনায় জামায়াতের আমির গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ সমবেদনা জানিয়েছেন।

জামায়াত আমির বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের প্রতি আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করছি।

তিনি প্রার্থনা করেন, আল্লাহ তাদের জান্নাতবাসী হিসেবে কবুল করুন এবং নিহতদের স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

সর্বশেষে তিনি আহতদের সুস্থতা কামনা করে বলেন, হে আরশের মালিক, তাদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন এবং তাদের বিশেষভাবে রহম করুন।

শোক প্রকাশ,জামায়াত আমির,উত্তরার অগ্নিকাণ্ডে নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত