ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়াকে নিয়ে আল মাহমুদের কবিতা

খালেদা জিয়াকে নিয়ে আল মাহমুদের কবিতা

তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ

এদেশের গুল্মলতা ছুঁতে চায় পল্লবিত আঁচল তোমার।

যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতরে।

লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধী মাটিরই কন্যাকে।

প্রত্যাশার কণ্ঠস্বর কে জানে কি মন্ত্রবলে তুমি

কেবল ছড়িয়ে দিচ্ছ, মাঠঘাট আদিগন্ত শস্যের কিনারে।

আমরাও সাক্ষ্য দেব, হ্যাঁ আমরা একদা দেখিছি,

দেখেছি মাতাকে এক অনিঃশেষ আঁধারে দাঁড়িয়ে

আলোর ডানার মত মেলে দিয়ে ব্যাগ্র দুই বাহু

এগারো কোটির মাঝে নেমেছিল বিদ্যুৎবিভায়!

কখনো ভুলোনা যেন তোমার ঘোমটায় আছে মানুষের আশার বারুদ,

ভুলোনা, তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির।

অবিচল, পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত