ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিআইডিতে সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভা

সিআইডিতে সাইবার ক্রাইম বিষয়ক আলোচনা সভা

বেসিক ইন্টেলিজেন্স কোর্স-৬৭, স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স কুমিল্লা সেনানিবাস থেকে আগত প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকদের সিআইডি সদর দপ্তর পরিদর্শন। সম্প্রতি বেসিক ইন্টেলিজেন্স কোর্স-৬৭, স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স, কুমিল্লা সেনানিবাস থেকে আগত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের একটি দল সিআইডি সদর দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সিআইডির বিভিন্ন কার্যক্রম বিশেষত সাইবার ক্রাইম, ফিন্যান্সিয়াল ক্রাইম বিষয়ে উপস্থাপনা, আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান মিজান, এনডিসি, পিএসসি, কম্যান্ড্যান্ট, স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্স (এমএমআই), কুমিল্লা ক্যান্টনমেন্ট এর নেতৃত্বে মোট ৪২ জন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীকে স্বাগত জানিয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান (ভারপ্রাপ্ত) গাজী জসীম উদ্দিন।

সভাপতিত্ব করেন ডিআইজি ফরেনসিক মো. জমশের আলী। এছাড়াও ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে আগত প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা সিআইডির সদর দপ্তরে অবস্থিত বিভিন্ন ফরেনসিক ল্যাব পরিদর্শন করে বিভিন্ন ল্যাব এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত