ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন শরীয়তপুরের আয়োজনে কর্মশালায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার শরীয়তপুরের উপ-পরিচালক ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপ-পরিচালক সমাজ সেবা এসএম আনোয়ারুল কবির, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাফিয়া ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, গ্রাম আদালত সম্পর্কে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমসহ আদালত পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত