
চলতি বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বাধা দেয়া হলে শুরু হয় উত্তেজনা। চৌকা সীমান্তের সেই উত্তেজনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলে আলোচনা-সমালোচনা। সীমান্তে শূন্যরেখা আইন লঙ্ঘন করে বিএসএফের এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে করে বিজিবি। এসময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগ দেয় সেখানকার স্থানীয় বাসিন্দারাও।
আলোচিত ঘটনাটিতে সম্মুখ সারিতে অবস্থানকারীর একজন কৃষক বাবুল আলী। ওইদিন সীমান্তের শূন্যরেখার কাছে মাটির বাঙ্কারে বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে অবস্থান নেন বাবুল আলী। পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধে তার প্রতিবাদের সেই ছবি মূহুর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাবুল আলীর সেই সাহসিকতার জন্য বিজিবির পক্ষ থেকে দেয়া হয়েছে সংবর্ধনা পুরস্কার। গত বুধবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তার হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন তার হাতে পুরস্কার তুলে দেন।
কৃষক বাবুল আলী বলেন, ভারতের বিএসএফ সদস্যরা নিয়মণ্ডনীতির কোন তোয়াক্কা না করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এরপর আমিসহ স্থানীয়রা প্রতিবাদ করেছিলাম। আমরা খেটে খাওয়া মানুষ। সেইদিন হাতের কাছে কাস্তে পেয়েছিলাম, তাই নিয়ে পাশে দাঁড়িয়েছিলাম আমাদের বিজিবি সদস্যদের পাশে। গড়ে তুলেছিলাম প্রতিরোধ। আগামীতেও এমন ঘটনা ঘটলে প্রতিরোধ গড়ে তুলবো। এছাড়া, আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য অনেক খুশি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, র্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। দ্রুত বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এ সময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।