ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। গতকাল বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। কামরুজ্জামান রতনের সমর্থকরা জানান, মুন্সীগঞ্জ-৩ আসনে দলের নিবেদিত, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মধ্য থেকে কামরুজ্জামান রতনকে মনোনয়ন দেওয়া হয়েছে দল থেকে। কামরুজ্জামান রতন জানিয়েছেন, তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেন। মনোনয়ন পাওয়ায় তার দায়িত্ব আরও বেড়ে গেলো। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-৩ আসনকে মাদকমুক্ত এবং সৃজনশীল জনপদে রূপান্তর করবেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত আরও ৩৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত