ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ৯ চেকপোস্টে তল্লাশি

নারায়ণগঞ্জে ৯ চেকপোস্টে তল্লাশি

গতাকাল শনিবার সকাল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য মতে, সদর থানায় ১টি (চর সৈয়দপুর শীতলক্ষ্যা  ব্রিজের সম্মুখে), ফতুল্লা থানায় ১টি (সাইনবোর্ড এলাকা), সিদ্ধিরগঞ্জ থানায় ১টি (শিমরাইল ডেমরা রাস্তার মাথায়), বন্দর থানায় ১টি (মদনপুর বাসস্ট্যান্ড), রূপগঞ্জ থানায় ২টি (বালু ব্রিজ এবং সোমু মার্কেট), আড়াইহাজার থানায় ২টি (বান্টি বাজার এবং রামচন্দ্রদী ব্রিজের ওপর), সোনারগাঁ থানায় ১টি (মেঘনা টোল প্লাজার সামনে) মোট ৯টি চেকপোস্টে নজরদারি এবং তল্লাশি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত