ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিজের বিলবোর্ড নামালেন শামীম সাঈদী

নিজের বিলবোর্ড নামালেন শামীম সাঈদী

পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী নির্বাচনি আচরণবিধি মেনে চলার এক অনন্য নজির স্থাপন করেছেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারসামগ্রী ব্যবহার নিষিদ্ধ। এই বিধান মানতে শামীম সাঈদী নিজ হাতে গতকাল শনিবার সকাল ১০টায় ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড, মেডিকেল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত নিজের বিলবোর্ড খুলে ফেলেছেন, যা সচেতন নাগরিকদের মাঝে প্রশংসা কুড়িয়েছে। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওঃ আমির হোসেন খাঁনসহ উপজেলা ও পৌরসভার বেশ কয়েকজন নেতাকর্মী, সমর্থক সাথে ছিলেন। স্থানীয়রা বলছেন, রাজনীতিবিদরা যেখানে নিয়মকে উপেক্ষা করেন, সেখানে শামীম সাঈদীর এই ভূমিকা সত্যিই অনুকরণীয়।

শামীম সাঈদী জানান, নির্বাচনি লড়াইয়ে নিয়মণ্ডনীতি মানা যেমন জরুরি, তেমনি জনগণের আস্থা অর্জনের পথও সেখান থেকেই তৈরি হয়। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে আচরণ বিধি রক্ষার কার্যক্রম শুরু করলাম। নির্বাচনি আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব। এ সময় সকল নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনি নীতিমালা মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত