ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

চি ঠি প ত্র

দূষিত পানির কবলে বুয়েট শিক্ষার্থীরা

হেলালুর রহমান
দূষিত পানির কবলে বুয়েট শিক্ষার্থীরা

পানির অপর নাম জীবন। সেই পানি যখন দূষিত হয় তখন তা বিষে রূপান্তরিত হয়। সেই দূষিত পানির কারণে দুর্বিষহ হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলের শিক্ষার্থী এবং আবাসিক এলাকার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবন। খবরটি উদ্বেগজনক। রাজধানীর বুকে এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পানি সরবরাহ ব্যবস্থায় ত্রুটির বিষয়টি মানা কষ্টকর। কারিগরি সমস্যা থাকতেই পারে, কিন্তু তা মেরামত হবে না, এটা তো স্বাভাবিক নয়। দূষিত পানি পান করে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবরটি বেদনাদায়ক। কর্তৃপক্ষ দ্রুত পানি সরবরাহ ব্যবস্থার ত্রুটি সংশোধনের উদ্যোগ নিক।

পানি দূষণের কারণে বুয়েটের শিক্ষার্থীরা হল ছেড়ে বাসায় থাকছেন। যারা হলে থাকছেন, তারাও হলের পানি পান করা থেকে বিরত থাকছেন। এমনকি পানি দূষণের কারণে তাদের একাডেমিক কার্যক্রমও চলছে না। চলতি মাসেই পরীক্ষার তারিখ এক দফা পেছানোর খবর এসেছে। এমনকি নতুন করে ২৯ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর রুটিন দেয়া হলেও তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনটি তো কোনোভাবেই কাম্য হতে পারে না। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি সরবরাহ লাইনের ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানাই।

রূপনগর, ঢাকা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত