ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিরতির পর ফিরে এসে ব্যস্ত দীপা

বিরতির পর ফিরে এসে ব্যস্ত দীপা

রেবেকা সুলতানা দীপা, নন্দিত মডেল অভিনেত্রী। ছোটবেলায় বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও বেলাল আহমেদ পরিচালিত ‘নন্দিত নরকে’ ও আবু সাইয়ীদ পরিচালিত ‘শঙ্খনাদ’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। এরপর আরো বেশকিছু নাটক বিজ্ঞাপনে কাজ করলেও মাঝে বেশ দীর্ঘ একটা সময় কাজে বিরতি নেন তিনি। বিরতির পর আবারো কাজে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন দীপা। এরই মধ্যে দূরন্ত টিভিতে প্রচার শেষ হয়েছে তার অভিনীত নিয়াজ মাহবুব পরিচালিত ধারাবাহিক নাটক ‘এলিয়েন’ এবং আরটিভিতে প্রচারিত হিমু আকরাম পরিচালিত মেগা ধারাবাহিক ‘শান্তি মলম দশ টাকাতেও অভিনয় করেছেন। দু’টি ধারাবাহিকেই তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলে জানান দীপা। দু’টি নাটকে অভিনয়ের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছেন বলেও জানান তিনি। এ ছাড়াও তরুণ মেধাবী নাট্যনির্মাতা ও অভিনেতা শহীদ উন নবীর পরিচালনায় দীপা অভিনয় করেছেন চারটি একক নাটকে। নাটকগুলো হচ্ছে ‘ওরা এগারো’, ‘ওকে বেবি’, ‘ঘরের শত্রু বিভীষণ’, ‘হানি ট্রিপ’। চারটি নাটকে অভিনয় করেও দীপা বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। এ ছাড়াও তিনি সাজিন আহমেদ বাবুর নির্দেশনায় ‘মিস্টার মোতালেব’ নাটকেও অভিনয় করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত