ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতাল থেকে গুলিবিদ্ধ গোবিন্দর অডিওবার্তা

হাসপাতাল থেকে গুলিবিদ্ধ গোবিন্দর অডিওবার্তা

নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গত মঙ্গলবার ভোরে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় গুলি লাগে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে তাকে। এদিকে গবিন্দর গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে চিন্তিত তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এবার তাদের চিন্তা দূর করতে হাসপাতাল থেকে অডিওবার্তা দিলেন গুলিবিদ্ধ গোবিন্দ। জানালেন, তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। এখন ভালো আছেন। ভক্তদের শুভেচ্ছা বন্যায় আপ্লুত তারকা পালটা ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে কলকাতায় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তখন নিজের পিস্তল পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত