ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

একই ধারাবাহিকে তুষার-চুমকি

একই ধারাবাহিকে তুষার-চুমকি

গুণী অভিনেতা তুষার খান ও নন্দিত অভিনেত্রী ফারজানা চুমকি একটি ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করছেন। মুরাদ পারভেজ পরিচালিত নাটকের নাম ‘স্মৃতির আল্পনা আঁকি’। নাটকটিকে চুমকির মায়ের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন তুষার খান। এর আগেও তুষার খান ও চুমকি একসঙ্গে নাটকে অভিনয় করেছেন। তবে সেসব নাটকের কোনোটাই আপাতত ইউটিউবেও পাওয়া যাচ্ছেনা। তুষার খান ও চুমকি আগে যেসব নাটকে অভিনয় করেছেন সেসব নাটক সাধারনত বিটিভি, এটিএন বাংলা ও চ্যানেল আইতে বেশি প্রচারিত হয়েছে। ‘স্মৃতির আল্পনা আঁকি’তে দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন তারা দু’জন। এই নাটকটিতে অভিনয় করেও বেশ ভালো সাড়া পাচ্ছেন তুষার-চুমকি। তুষার খান বলেন, ‘গল্পের প্রয়োজনে এখনো স্মৃতির আল্পনা আঁকি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছি। গল্পের প্রয়োজনেই মূলত দেশের বাইরে থেকে এই নাটকের গল্পের সাথে সম্পৃক্ত হওয়া। আমার চরিত্রের নাম সাজ্জাদ। আমি চুমকির মায়ের একসময়ের প্রেমিকের চরিত্রে অভিনয় করছি। এক দশক পর মুরাদের পরিচালনায় এই নাটকে অভিনয় করছি আমি। তারসঙ্গে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত