আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। গত দু’বছরে বার বার পিছিয়েছে এই ছবির মুক্তি। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটি মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। এর মধ্যে ৫০০ কোটি টাকায় নির্মিত ছবির বেশ কিছু জায়গায় আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। মুক্তির দোরগোড়ায় এসে এমন নির্দেশ বিপাকে ফেলেছে নির্মাতাদের। ৩ ঘণ্টা ২২ মিনিটের ছবির বেশ কিছু দৃশ্য বাদ দেয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমার তিনটি জায়গায় আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করা হয়েছে বলে তা পরিবর্তন করতে বলা হয়েছে। এ ছাড়াও দক্ষিণ ভারতে পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে কেবল ‘ঈশ্বর’ রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং আল্লুর একটি দৃশ্য বদল করার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও একটি অ্যাকশন দৃশ্যে, অল্লু যেখানে শত্রুপক্ষের পা উপড়ে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, সেটিতেও বদল আনতে বলা হয়েছে।