নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে ৩০ লাখ শহীদের বিনিময়ে এসেছে স্বাধীনতা, উড়েছে বিজয়ের পতাকা। এ বিজয়ের চেতনা অন্যরকম এক আবহ সৃষ্টি করে বাঙালির মনে। বিজয় দিবসকে কেন্দ্র করে লাল ও সবুজ রঙের পোশাক ফ্যাশনে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই রঙ দুটি আমাদের জাতীয় পতাকার প্রতীকী রঙ এবং বিজয়ের চেতনা প্রকাশ করে। ফ্যাশনে বিজয় দিবসের পোশাক ডিজাইনে বেশ কয়েকটি ট্রেন্ড লক্ষ্য করা যায়।
১) পাঞ্জাবি ও সালোয়ার কামিজ : লাল-সবুজ রঙের পাঞ্জাবি বা সালোয়ার কামিজ খুব জনপ্রিয়। কাপড়ে জাতীয় পতাকার মোটিফ, তারকা, কিংবা শহীদ মিনারের প্রতীক যুক্ত করা হয়। লাল বা সবুজ বর্ডার দিয়ে কারুকাজ করা জামা খুবই প্রচলিত।
২) শাড়ি : লাল পাড়ের সবুজ শাড়ি বা সবুজ পাড়ের লাল শাড়ি। কটন বা সিল্কের শাড়িতে হাতে আঁকা ডিজাইন, যেমন পতাকার নকশা বা শহীদ মিনারের ছবি।
৩) টি-শার্ট : তরুণদের মধ্যে বিজয় দিবসের থিমে টি-শার্ট খুব জনপ্রিয়। লাল-সবুজ ব্যাকগ্রাউন্ডে বাঙালির বিজয়ের গল্প, স্লোগান বা জাতীয় চেতনার প্রতীক থাকে।
৪) বাচ্চাদের পোশাক : বাচ্চাদের জন্য লাল সবুজ ফ্রক, পাঞ্জাবি, বা টপস ডিজাইন করা হয়। কার্টুনের মাধ্যমে বিজয় দিবসের বার্তা ফুটিয়ে তোলা হয়।
৫) অ্যাকসেসরিজ : পোশাকের সাথে লাল-সবুজ গয়না, ব্যাগ, বা স্কার্ফ ব্যবহার করা হয়। মেয়েদের জন্য লাল সবুজ চুড়ি বা হেয়ার ব্যান্ড। টেক্সটাইল ও ফ্যাব্রিক সাধারণত কটন, লিনেন বা সিল্কের কাপড় বেশি ব্যবহৃত হয়। হ্যান্ডপেইন্টেড বা ব্লক প্রিন্টিংও জনপ্রিয়। বিজয় দিবসের ফ্যাশন কেবল পোশাকেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জাতীয় চেতনা ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।