
সম্প্রতি নির্মিত হয়েছে তানিয়া ইসলাম অভিনীত নাটক ‘লেডি বাইকার’। এ নাটকে নীলা চরিত্রে দেখা যাবে তানিয়া ইসলামকে। লেডী বাইকার গল্পটি একদমি মৌলিক ও ভিন্ন ধারার।
গল্পের মূল ভাবনা ইমরান হাসানের। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শিহাব শিকদার। এমন ভিন্ন ধারার গল্পে নীলা চরিত্রে দেখা যাবে নতুন মুখ তানিয়া ইসলামকে। লেডি বাইকার তানিয়ার বিপরীতে দেখা যাবে আলিফ চৌধুরীকে। নাটকটি নিয়ে তানিয়া ইসলাম বলেন, আমি অনেক আনন্দিত এমন একটি প্রজেক্টে কাজ করতে পেরে। আসলেই মেয়েরাও চাইলে সব কিছু করতে পারে।
স্বপ্ন পূরণ করতে পারে। আশা করি নাটকটি দর্শকরা দেখবে। এ ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন বাসেম রাজ, মিলি বাশার, রকি খানসহ আরো অনেকেই।