ঢাকা রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

‘বরবাদ’ এর জিল্লু ঢাকায়

‘বরবাদ’ এর জিল্লু ঢাকায়

‘বরবাদ’ সিনেমায় ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। রীতিমতো তারকা তিনি। ‘এই জিল্লু মাল দে’ সংলাপ শাকিবিয়ানদের মুখে মুখে ফিরছে। এবার পর্দার এই জিল্লু আসছেন ঢাকায়। শ্যাম ভট্টাচার্য জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালের একটি ফ্লাইটে ঢাকায় এসছেন । ঢাকায় দুই-তিন দিন থাকার পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, ‘ছবিটি রিলিজ হওয়ার পর এখনো দেখা হয়নি, কারণ কলকাতায় এখনও রিলিজ হয়নি। তবে বাংলাদেশ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি, তাতে আর অপেক্ষা করতে পারছি না। দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখার জন্যই এবার ঢাকায় আসছি।’ ‘বরবাদ’। নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত