বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রামোজি ফিল্ম সিটিকে বিশ্বের অন্যতম ভূতুড়ে ‘জায়গা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি এমন কিছু জায়গায় শুটিং করেছি, যেগুলো আমাকে অস্বস্তিতে ফেলেছে। ঘুমোতে পারিনি।
রামোজি ফিল্ম সিটি আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভূতুড়ে জায়গাগুলোর একটি।’ এ মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে হায়দরাবাদের বাসিন্দা ও তেলেগু সিনেমার দর্শকদের মধ্যে বিষয়টি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ কাজলের স্পষ্টভাষিতা ও অনুভূতির প্রতি সহানুভূতি দেখালেও, অনেকেই মন্তব্যটি ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দেন।