
কয়েক দশক ধরে গানের সুর মোহিত করে রেখেছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন এ সুরসম্রাট। ভারতীয় গণমাধ্যম উঠে এসেছে এ তথ্য। ২০২৬ সালে বড় পর্দার অন্যতম চমক হিসেবে আসছে কমেডি জনরার ছবি ‘মুনওয়াক’। এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও পরিচালক প্রভুদেবাকে। বিহাইন্ডউডস প্রোডাকশন প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন মনোজ এন এস।