শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক এবং এই দাবি সরকার মেনে নেবে না। গতকাল রোববার বিকালে এই মন্তব্য করেন তিনি। বর্তমানে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। এদিন, তারা বেলা ১২টার দিকে কলেজের সামনের দুটো রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দিয়ে আন্দোলন চালিয়ে যান, যা তাদের আন্দোলনের পঞ্চম দিন ছিল। গত শনিবার রাতে শিক্ষার্থীরা জানিয়ে দেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরো কঠোর আন্দোলন করবেন। সেই ঘোষণার পরই রোববার তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যান এবং তাদের আন্দোলনের কারণে এখন পর্যন্ত চারজন অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ না তাদের সাত দফা দাবি মেনে নেয়া হবে, ততক্ষণ তারা তাদের আন্দোলন বন্ধ করবেন না। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে সরকার অবহিত। মন্ত্রণালয় আরো জানায়, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। তিতুমীর কলেজের বিষয়টি এই প্রক্রিয়ায় বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
এই কমিটি এরইমধ্যে তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। সরকারের বর্তমান লক্ষ্য হলো এসব কলেজের শিক্ষা, সুযোগ-সুবিধা এবং মানোন্নয়ন করা এবং এ বিষয়ে করণীয় সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।
এছাড়া, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আদায়ে সময় বেঁধে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই।