ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানে প্রধান উপদেষ্টা

প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানে কাতার থেকে ভ্যাটিকানে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার থেকে রওনা দেন প্রধান উপদেষ্টা।

কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

জানা গেছে, শনিবার ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টায় প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সমাহিত হওয়ার আগপর্যন্ত মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মানুষরা। ধারণা করা হচ্ছে, প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় আড়াই লাখ মানুষ উপস্থিত হতে পারে। থাকবেন বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে সোমবার চিরবিদায় নেন। ২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। শনিবার প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম। বিশ্বনেতাদের মধ্যে আরও উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন পোপ ফ্রান্সিসের নিজের দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

প্রসঙ্গত, আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে গত সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে রওনা হয়ে কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত