ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমান একটা নির্বাচন কমিশন রয়েছে, তারা বলছেন, তারা নাকি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবেন। আমরা তাদের অ্যাসিড টেস্ট হিসেবে স্থানীয় সরকার নির্বাচন দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা মানুষের দোরগোড়ায় পৌঁছে পারবেন। জনগণ এখন সাফার করছেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি না থাকার কারণে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। আমরা দেখি আপনাদের (নির্বাচন কমিশন) স্বদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, তাহলে জনগণ পরবর্তী আপনাদের পূর্ণ সমর্থন দেবেন। গতকাল শুক্রবার ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর দেশ চলবে জানিয়ে আরও ডা. শফিকুর রহমান বলেন, নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে বেশকিছু জায়গায় কোরআন ও সুন্নার সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা থেকে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এটি বাতিলের জন্য আহ্বান জানানো হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল এখন আবার দ্রব্যমূল্য উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলব সেদিকে নজর দেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা সাড়ে ১৫ বছর এবং শেষপ্রান্তে এসে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। তাদের বিচার নিশ্চিত করুন।