দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে সীমান্তের বাসিন্দারা ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বলে জানিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২১ মেইন পিলারের সাব পিলার ১১-এর কাছে এ ঘটনা ঘটে বলে জানান দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম। পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন- ওই এলাকার প্রয়াত এনামুলের ছেলে মাসুদ ও একই এলাকার ইসরাইলের ছেলে এনামুল।
ধর্মপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম বলেন, সীমান্তে জমিতে কাজ করার সময় মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। এ ঘটনায় স্থানীয়রা পাল্টা ভারতীয় আদিবাসী নাগরিক অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় বলে জানান তিনি। এ ঘটনা নিরসনে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান।