ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অনুমতি ছাড়া হজ নয় : ধর্ম মন্ত্রণালয়

* এ বছর প্রথম বাংলাদেশির মৃত্যু * সৌদিতে পৌঁছেছেন ১৩১৯১ জন * হজে যেতে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৭০ হাজার ৮১৪ জন
অনুমতি ছাড়া হজ নয় : ধর্ম মন্ত্রণালয়

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় বলেছে, অনুমতি ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। একাজে সহায়তা করলেও এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে সতর্ক করা হয়েছে। এ বছর হজ করতে সৌদি আরবে যাওয়া প্রথম একজন বাংলাদেশির মৃত্যুর খবর মিলেছে। মদিনায় বাংলাদেশ হজ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. খলিলুর রহমান (৭০) নামের ওই ব্যক্তি মারা গেছেন গত ২৯ এপ্রিল। খলিলুর রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০১) তিনি সৌদি আরবের মদিনায় পৌঁছান। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত হজযাত্রায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৪৫৩ জন। এর মধ্যে বিমান ১৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৯টি এবং ফ্লাইনাস ৯টি ফ্লাইট পরিচালনা করেছে। গত মঙ্গলবার থেকে হজের প্রাক-ফ্লাইট শুরু হয়েছে যা চলবে ৩১ মে পর্যন্ত। এরপর হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, যা ১০ জুলাই শেষ হবে। এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন যাত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজে যেতে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৭০ হাজার ৮১৪ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে ৭০টি এজেন্সি হজ ফ্লাইট পরিচালনা করছে। এ বছর হজযাত্রীদের মক্কায় প্রবেশ, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালা জারি করেছে সৌদি সরকার। সেই অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র, মক্কায় বসবাসের প্রমাণপত্র (ইকামা) ও হজ পারমিট লাগবে।

সৌদি সরকারের বরাতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করে কিংবা বৈধ অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা করে, তাহলে তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। ১ জিলকদ বা ২৯ এপ্রিল থেকে ১৪ জিলহজ বা ১০ জুন পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে। এ সময় অনুমতি ছাড়া পবিত্র মক্কা নগরী বা আশপাশের পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।

বিশেষ করে যারা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করছেন, তাদের ওপর সর্বোচ্চ পর্যায়ে নজরদারি থাকবে বলে সৌদি সরকার জানিয়েছে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘হজের সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার স্বার্থে সৌদি সরকার ঘোষিত আইন-কানুন ও বিধিনিষেধ অনুসরণ করা আবশ্যক। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জড়িত আছে। প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত। এদেশ থেকেই আসে সর্বোচ্চ রেমিটেন্স।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত